শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

আজকালকার দিনে প্রেম একটা স্বার্থের নাম|দু'জনের স্বার্থ ঠিকভাবে রক্ষা না হলেই শুরু হয় কোন্দল|এক পক্ষ আরেক পক্ষের অবস্থা কখনই নিজ অবস্থান থেকে ভাবে না|

অথচ এক সময় নর নারীর প্রেম ছিলো বিশুদ্ধ|ছেলেটির
দুষ্টু চাহনী আর চিঠিগুলোতে মেয়েটি খুঁজে পেত স্বর্গ সুখ|আর মেয়েটির মুচকি হাসি আর নকশী রুমাল ছিলো ছেলেটির কাছে আকাশের চঁাদের মত|

আজকে সত্যিই ভালোবাসা যেন আর খাঁটি ভালোবাসা নেই,স্বার্থের ভীড়ে নামেই টিকে আছে|

এরপরও আমার মত কিছু বিশুদ্ধপ্রেম আছেই,যাদের জন্য দুনিয়াটা আজও ধ্বংস হয় নি|ভালোবাসা নামটা পুরোপুরি কলঙ্কিত হয় নি!

ভাল খারাপ মিলেই আমাদের এই সমাজ জীবন । যেখানে ভাল খারাপ থাকবেই তবে দুঃখের বিষয় মোদের এই রুপুসী বাংলায় ভাল মানুষের সংখ্যা সৎ চরিত্রবানের সংখ্যা দিন দিন পাইকারী হারে কমতেছে !!!!