ইচ্ছে করে মেয়েটাকে বলিঃ
জানালা খুলে ফাগুনের আগুন লাগা শিমুলের মত লাল রঙে শাড়িতে এসে হাতটা ধরো,
ছাদে গিয়ে আমার দু হাতে হাত রেখে দুজন পৃথিবীকে ঘুরিয়ে ফেলি চোখে লাটিমের মত।
ইচ্ছে করে তোমার কাপন ধরা হাতটা ধরে কাধে বসিয়ে দেই মাথা।
ইচ্ছে করে মাহবুবার সব অভিমান যেন দূর হয়ে যায়।
সব ভুলে তার আশ্রয় হোক আমার বুকে । আর মাহবুবা জেনে যাবে
ভেতরে তার জন্য কত অপেক্ষার প্রহর ছুয়েছে হাজার বর্ষার রুপকথা।
কত রঙিন কল্পনা!!
মাহবুবা কি ঘুমিয়ে গেছে??
থেমে যায় বৃষ্টি! !
ছাদের গিয়ে ভেজা হয় না।
ঈশ কত সহস্র যুগ ভেজা হয় না বৃষ্টিতে!
দুচোখের নোনা উষ্ম আখির জলে আমার বুকে কি ভালোবাসার গল্প লিখতে , তোমার কি ইচ্ছে করে না?
জানা হয় না অনেক প্রশ্নের উত্তর।
কারন, তুমি চাও না উত্তর করতে।
কারন উত্তর খুজতে গিয়ে এসে দেখি আমার ঘরটা ফাকা।
সেখানে কেউ ছিলো না।
জানালা খুলে ফাগুনের আগুন লাগা শিমুলের মত লাল রঙে শাড়িতে এসে হাতটা ধরো,
ছাদে গিয়ে আমার দু হাতে হাত রেখে দুজন পৃথিবীকে ঘুরিয়ে ফেলি চোখে লাটিমের মত।
ইচ্ছে করে তোমার কাপন ধরা হাতটা ধরে কাধে বসিয়ে দেই মাথা।
ইচ্ছে করে মাহবুবার সব অভিমান যেন দূর হয়ে যায়।
সব ভুলে তার আশ্রয় হোক আমার বুকে । আর মাহবুবা জেনে যাবে
ভেতরে তার জন্য কত অপেক্ষার প্রহর ছুয়েছে হাজার বর্ষার রুপকথা।
কত রঙিন কল্পনা!!
মাহবুবা কি ঘুমিয়ে গেছে??
থেমে যায় বৃষ্টি! !
ছাদের গিয়ে ভেজা হয় না।
ঈশ কত সহস্র যুগ ভেজা হয় না বৃষ্টিতে!
দুচোখের নোনা উষ্ম আখির জলে আমার বুকে কি ভালোবাসার গল্প লিখতে , তোমার কি ইচ্ছে করে না?
জানা হয় না অনেক প্রশ্নের উত্তর।
কারন, তুমি চাও না উত্তর করতে।
কারন উত্তর খুজতে গিয়ে এসে দেখি আমার ঘরটা ফাকা।
সেখানে কেউ ছিলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন